কাহিনি সংক্ষেপ:
♨️দ্য কিং অভ অ্যাটোলিয়া:
ছলনা আর মিথ্যার আশ্রয়ে ইডিসের রাজতস্কর এবারে চুরি করে নিয়েছে অ্যাটোলিয়ার রাজসিংহাসন। রাজনৈতিক এই বিয়েতে রাজ্যের জনগণ মোটেও খুশি নয়। সিংহাসন দখলের স্বপ্ন ওদিকে হাতছাড়া হয়ে যাওয়া ক্ষিপ্ত ব্যারনরা। নতুন রাজাকে সরানোর জন্য তাই শুরু হয়েছে প্রাসাদ ষড়যন্ত্র! এই ক্ষোভ থেকেই রাজকীয় সেনাবাহিনীর সাধারণ এক সৈনিক কস্টিস হঠাৎই অপমান করে বসলো নতুন রাজাকে। রাজদ্রোহের দায় মাথায় নিয়ে সেও জড়িয়ে পড়লো জটিল রাজনীতির জালে। চোখের সামনে যা ঘটে চলেছে, আদতে তার কতটুকু সত্যি, নাকি পেছনে লুকিয়ে রয়েছে আরো কোন রহস্য?
♨️অ্যা কন্সপিরেসি অভ কিংস
ইডিসের রানিকে বিয়ের প্রস্তাব দেবার অপরাধে নির্জন এক দ্বীপে নির্বাসিত সুনিসের যুবরাজ। এমনিতেও রাজ্য পরিচালনার চেয়ে কাব্যচর্চার দিকেই ঝোঁক বেশি তার। ওদিকে রাজ্যের আকাশে দেখা দিয়েছে বিদ্রোহের ঘনঘটা। ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়ে সে কি ফিরে পাবে তার অধিকার? আরেকদিকে মধ্যম সাগরের ওপার থেকে ক্ষুদ্রত্তর উপদ্বীপের রাজ্যগুলির দিকে ধেয়ে আসছে সাম্রাজ্যবাদী মিডিয়ানদের হুংকার।